রাত নেই,
রাত খুজছি
রাত আমার বড় প্রিয়।
অনেককাল রাতকে পেয়েছি-বিনিময় শূন্য।
আজ এই রাত না এলে আমি,
হয়ত আর কোন রাত পাব না।
রাতে জ্যোৎস্না মিলে,
কুমারীর বাহু আলিঙ্গন তৃষ্ণা রাতের মধ্য প্রহরে-চুপিচুপি।
রাত যে আজ বড় দরকার,
কালকে যুদ্ধ,
প্রস্তুতি নগ্ণ।
অবশেষে রাতকে পাখি বানিয়ে দিলাম,
আসুক বা না আসুক-আজন্ম স্বাধীন।