আকাশ আমায় ডেকে বলে
চাও কি তুমি উড়তে,
এক জোড়া দানা দিব,
আনন্দে উড়বে।
সাগর আমায় ডেকে বলে
চাও কি তুমি ভাসতে,
মৃত সাগরে নিয়ে যাব,
ইচ্ছা মতো ভাসবে।
পাহাড় আমায় দেকে বলে
চড়তে চাও কি চূড়ায়,
সর্বোচ্চ উঁচায় নিব,
আনন্দে নাচবে।
বনের রাজা ডেকে বলে
ঘুড়বে তুমি কোণখানে
আমার পিঠে উঠিয়ে,
ঘোড়াব তোমায় সবখানে।
আর ডাকা-ডাকি আর ভালো লাগে না,
তাই আমি কোথাও যাব না।