নির্ঘুম রাত,
মনের দরজা খোলা
ঘরের জানালা খোলা
বৃষ্টির ঝাপটা এসে এসে পড়ছে
আমার টেবিলে রাখা কবিতার খাতাগুলো ভিজছে
মনটাও কিছুটা গেল ভিজে।

ভোরের প্রথম আলো আমার-
চোখের কোনে এসে পড়ল
মনে প্রানের সঞ্চার হলো
দেহ শরীরটা এলিয়ে দিতে চায়
মন চাইল একটু ভিজি।

ভিজতে ভিজতে সারা তল্লাট
একবার চক্ষুস করে নিয়েছি
একটি কুকুরও ভিজছিল না।
মানুষের পদ চিহ্ন ছিল না
কোনো প্রান্তরেই।

ছাদের এক কোনে গিয়ে বসলাম
মনে কিছুটা তৃপ্তি হল
কিছি জেন চাইছে। না,
অনেক কিছুই চাইছে
কাউকে পাওয়ার আকুতি জানাচ্ছে
করছে মিনতি কাউকে ছোয়ার।

অবশেষে,
আকুতি-মিনতি পুরোন না হলেও
প্রানে শান্তির সঞ্চার হল-
যখন দেখলাম বর্ষার প্রথম কদম ফুল।
আমি হাতে নিয়ে কিছুক্ষণ বসে রইলাম।

এক সময় দেহ-মন এক অজানা আনন্দে
একটু মুচকি হাঁসি
সেই হাসি যেন আমার নয়,
অন্য কারো কাছে শেখা।

সোমবার
১৯ জুন ২০১৭