খোকন খোকন ডাক পারি।
খোকন যায় কার বাড়ি?
খোকন শোনে না কারও কথা,
নিস্তব্দ একাএকা।
তার জীবন এখন রুটিনের দন্ডি করা।
খোকন নিত্য-নতুন পাঠশালাতে যায়,
নাই, কোনো শিক্ষা-দিক্ষা নাই।
রাত বিরাতে ঘুম ভাঙ্গে,
মা ডাকে স্কুলেতে যেতে হবে-
খোকন তুই আর ঘুমাস নে স্কুলেতে যা চলে
দেশকে গড় নতুন করে।
খোকন স্কুলেতে যায়,
মন থাকে মাঠের কোণায়!
স্কুলে স্যার বলে, 'পড়'
এই বই মুখস্ত কর।
কোচিং এ স্যার বলে, 'কর'
পড় আর দেশের উন্নতি কর।
স্কুল কোচিং বাসা এই করে করে
খোকনের ভাঙ্গে সব আশা।
স্বপ্ন বিলাশি মন তবু স্বপ্ন দেখে যায়
কবে সে একটুখানি মুক্ত হবে হায়।
খোকন সোনার মন মানে না
কাঁদে তবুও অশ্রু ঝড়ে না।
তবুও সে মুক্তি পায় না।
ধীরে ধীরে খোকনের
বিছানা হয় মাটির তলায়।
যেখানে কেউ তাকে আর
ডাকাডাকি করে না।
বুধবার
১৪ই জুন ২০১৭