বলছি আমি বীর, লড়েছি অনেক বার
যুগ যুগ ধরে আমি আমার সাহসীকতার দ্বার

তৃপ্ত আমি তৃপ্ত না,
দৃপ্ত পায়ে সফল লড়াই, লড়েছি সকল বন্দনা।

লড়েছি আমি বাঙাল রাজার সঙ্গি হয়ে সাথে সাথে।
তলোয়ারের ভাষা ছিলাম, সসাঙ্কের সাথী হয়ে।

বকতিয়ারের সতের’ সেনা অবিনাশী যোদ্ধা যারা।
তাদের সাথে হাত মিলিয়ে লড়েছি আমি বীর সেনা।

বলছি আমি বীর,
সিরাজোউদ্দৌল্লা হেরেছে তবু হার মানিনি আমি সেনা
বীরের মতো লড়েছি একা মীর জাফরের সাথে তো না!

লড়েছি আমি নীল চাষীদের আন্দোলনের সাক্ষী হয়ে।
এনেছি আমি জয় ছিনিয়ে কৃষকদের হাসির টানে।

করতে দমন ব্রিটিশ শাসন তিতুমীরের কেল্লা গঠন
বীরত্বের দেই পরিচয় বীর আমি অন্যরকম।

খুদিরাম আর সূর্যসেনের মৃত্যু নেই এই ভুবনে।
আজীবন থাকব রয়ে সবার মনে বীর হয়ে।

দমিনি তবু থামিনি আমি যুদ্ধে যেতে ভয় করিনি
বঙ্গবন্ধুর ডাক শুনে যে টগবগিয়ে ছুটেছি আমি।

যুদ্ধ করে টিকে আছি অবিনাশী এক বীর আমি।
আজীবন লড়ব আমি।

বুধ্বার
০৭রা ফেব্রুয়ারি ২০১৮
জাতীয় শিক্ষা সপ্তাহ (চলাকালে)