আমি প্রেমিক হতে পারিনি
কারণ একটাই আমার দোষ
আমি একজন বেকার পুরুষ।
তার প্রথম শর্ত ছিলো
চাকরি করা একজন ছেলে
ভালোবাসবে এরকম পেলে।
আমি যখন হেঁটে যেতাম রাস্তা দিয়ে
কোমলমতি হয়ে, থাকতো সে তাকিয়ে রাস্তার পাশে
রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে তুমি -
ঐ দিন বলেছিলে এই ছেলে
নাম কি তোমার ?
কোথায় তোমার বাড়ি ?
সেদিন কেন জিগ্গেস করোনি
আমি চাকরিজীবী নাকি বেকার ?
আছে নাকি টাকার পাহাড় ?
ঐ দিন তুমি বলেছিলে-
মায়া ভরা ছিল তোমার চাহনি
আমার প্রেমে পড়ে হয়েছো পাগলিনি।
সবশেষে তোমাকে ভালোবেসে
চেয়েছিলাম যখন খুব আপন করে
তখন তুমি বলে উঠলে,
রাখতে পারবে কি আমায়
রানীর মতন করে ?
জায়গা করে নিয়ে মনের গহীনে
অশান্ত থাকিতাম যখন তুমি বিনে
তখনি তুমি কড়া ভাষায় বলে দিলে
আমি নাকি একজন বেকার ছেলে।
বেকার ছেলেরা নাকি সমাজের বোঝা
তাদের কে ভালোবাসবে,
ভালোবাসা কি এতো সোজা ?
আজ কঠিন ভাবে তুমি তিরস্কার করে বলেছ
তুমি বেকার, তুমি বেকার
তোমার সাথে প্রেম করা যায় না আর।