চলেই যখন যাবে প্রিয়া
পাষাণ করে তোমার হিয়া
দুঃখ যত আছে মনে , আমায় দিয়ে যাও
হাত দিয়ে না পারলে, মুখ ফিরিয়ে দাও।
আমায় দুঃখ দিয়ে যাও।
তোমার কষ্ট হবেনা জানি
নিভৃতে ঝরবে না অশ্রুখানি
আমার সরলা মনে, অগ্নির দহনে জ্বালাও
তোমার দুঃখের সাগরে, আমাকেই ভাসাও
আমায় দুঃখ দিয়ে যাও।
তোমার পায়ের চরণ ধূলি
রোজ সন্ধ্যায় করিব অঞ্জলী
জনমের দুঃখী যেন, তুমি আমাকেই বানাও
সুখ চাইব না , অবিরত ঝর্নার মত কাঁদাও
আমায় দুঃখ দিয়ে যাও।
ছিল অনেক সুখের আশা
মিথ্যা প্রিয়ার ভালোবাসা
আমার বুকে শুয়ে, অন্যের মুখে হাসি ফোটাও
সজলের স্বপ্ন কেড়ে, নতুন করে স্বপ্ন সাজাও
আমায় দুঃখ দিয়ে যাও।