রাঙা দেশে রাঙা পরী
ডানা মেলে উড়ে
সোনার দেশে সোনার হরিণ
বন জঙ্গলে ঘুরে।
চাষীর দেশে চাষী ভাই
ফলায় শস্য ধান
নদীর দেশে মাঝিমাল্লায়
গেয়ে চলে গান।
সম্প্রীতির দেশ মোদের
সংখ্যাগুরু নাই
সংখ্যালঘু ছাড়া আজ
সোনার দেশ চাই।
স্বাধীন দেশে সবাই স্বাধীন
একাত্তরের চেতনায়
বীর শহীদের গল্প কথা রবে
ইতিহাসের পাতায়।
নীতির দেশে নীতি কথা
বলে যায় গুণীজন
রাজার দেশে সবাই প্রজা
শুনো হে জনগণ।