অশান্ত মনে কেন জাগিয়া ছিল ভালোবাসিবার স্বাদ
অনূভুতির ছোঁয়া না পাইয়া, হইয়াছি বড়ই উন্মাদ
দেখিনি কখনো তোমার চাঁদ মাখা মুখটি মোর নয়নে
হাজারো স্বপ্ন আশা বুনিয়াছি আমি অশান্ত এই মনে ।
চাঁদ কে ছোঁয়ার গভীর সাধনায়, হইয়াছি সন্ন্যাসী
সংসার ছাড়িয়া হইলাম আমি, প্রেমের পরবাসী।
মিটিবে একদিন সকল বাসনা, মনের যত আশা
তোমার অনূভুতির ছোঁয়ায়, পূর্ণতা পাবে ভালোবাসা।
প্রলয়ের বেগে ছুটে চলে আমার ইচ্ছা গুলো
বাস্তবতায় হারিয়ে যেতে দিওনা স্বপ্নের আলো।
ভালোবাসিলেই পাইতে হইবে এমন নয় কথা
ইচ্ছে হলে আসিও, নয় দূরে থাকিও,
কভু ভুলে যেওনা, পাবো যে মৃত্যুর চেয়ে বড় ব্যথা।