অন্ন থেকে মৃত্যুপুরী

অপরাধীর বিচার হয়, সাংবিধানিক আইনে
তার সাজা নিজের কাঁধে নিচ্ছ কেন তোলে ?
হোক না সে যত বড়, থাকুক তার ক্ষমতা
রেহাই সে পাবে না আর, কোনো ক্ষমতার বলে।

আইনের হাতে সোপর্দ করে, দাবি কর শাস্তি
গায়ের জোরে অপরাধ, কারাগার হোক প্রাপ্তি
এটা তুমি করলে না ভাই, এই কেমন ধারা ?
পঁয়ত্রিশ হাজার টাকা দিলে, পাবে সে ছাড়া!

আদর করে ভাত খাইয়ে, মারলে কিলঘুষি
মনে মনে নিচ্ছ মজা, ছিল মস্ত বড় দোষী
নিজ হাতে এমন মার, মারব আজ তোকে
বীর বলে খেতাব দিবে, লোকজন আমাকে।

প্রাণের বিনিময়ে অন্ন দিলে, এই কেমন মনুষ্যত্ব ?
তবুও ওরা বুক ফুলিয়ে, দেখাবে নির্লজ্জের কৃতিত্ব!
সব শেষে দুঃখিত মনে রেখে গেলাম, আমার এই প্রশ্ন-
কোন বিদ্যায় পাইছো তোমরা, প্রাণের বিনিময়ে অন্ন ??

লেখায়ঃ এস.বি আরিফুল ইসলাম (সজল)
১৯/০৯/২৪ ইং