কেন এমন
বন্দি দশা
মিটবে কি আর
মনের আশা?

বন্দি দশা
সর্বনাশা
ভেস্তে গেল
সর্ব আশা।

অর্থনীতি ঘাপটি মেরে
সবায় চোষে
রাজনীতির ঐ নষ্ট বাতাস
বইছে কষে।

মাতালগুলো খাচ্ছে সবই
ধরে ধরে
ফন্দি এঁটে তুলছে সবই
নিজের ঘরে।

বন্দি দশা
সর্বনাশা
মিটবে কবে
মনের আশা?

আশার আশা
পাইতে ফিরে
নামতে মাঠে হবে
সকল শোষক
বধের শেষে
মুক্তি আসে তবে।