বীরেরা কভু মরে না
বেঁচে থাকে লক্ষ প্রাণে
যোগায় সাহস দিনে রাতে
দাবি আদায়ের ময়দানে।
লাগায় কাজে অনুজেরা
রেখে যাওয়া প্রেরণা
দিতে জীবন তরুণের দল
ভয় কখনো করেনা।
অস্ত্র হাতে মন্ত্র বুকে
ঝাপিয়ে পড়ে ময়দানে
আপোষনামা জুতায় দলে
চালায় ছুরি গর্দানে।
ফাঁসির মঞ্চ হাসিতে নেয়
চায় না ভিক্ষা মরণে
বিশ্ববাসী সালাম জানায়
অশ্রু ঝরায় স্মরণে।