অন্তরে নেই অন্দরে নেই
আছে যে প্রেম বন্দরে
মাতাল ছেলে তাতেই খুশি
বলদ বাছা অন্ধরে।
নতুন নতুন খুবই খুশি
কতেক পরে মন্দরে
হয়নারে প্রেম হৃদয় ছাড়া
সোনা-দানার বন্দরে।
ওসব সাথী নয়তো খাঁটি
সারা জীবন দ্বন্দ্বরে
যে জন শুধু গয়না দেখে
সে তো আসল অন্ধরে।
এসব প্রেমে সুখ মেলেনা
হৃদয় নামক বন্দরে
সারা জীবন লেগেই থাকে
পরস্পরের দ্বন্দ্বরে।