কাইরা-ঝাইরা দেরে তোরা
দিসনা ছেড়ে এই কালে
হাতে পায়ে শিকল পড়া
জুতা ছুরে মার গালে।
বদের হাড্ডি দে ভেঙ্গে দে
গুঁড়িয়ে দে ফন্দি ঘর
রক্ত নেশায় উঠরে মেতে
আমলা - উজির বন্দি কর।
করল চালু মন্দ সবই
মন্দ ওদের ছল-কলা
ওদের দেরে জ্যান্ত কবর
ইতিহাসের পায় দলা।
ওদের দেখে শিক্ষা নিবে
অরুণ-তরুণ শাসক দল
বুঝবে তারা মনে-প্রাণ
আম জনতা শ্রেষ্ঠ বল।