ভালোবেসে তারে আমি
দিলাম মন ও প্রান
সে আমাকে ভুলে গিয়ে
কষ্ট করলো দান
তাঁর কারনে জীবনে আমার
দুঃখে কষ্টে ভরা
সে হলো পাষানী প্রিয়া
নাম টা অন্তরা
তুমি প্রিয়া দেখে যাও
আমার কথা শুনে যাও
তোমার জন্য মনে আমার
ভীষন দারুন খড়া
সে হলো পাষানী প্রিয়া
নাম টা অন্তরা