মনে পড়ে প্রিয়া আমার
তোমার মিষ্টি মুখ
মুখ দেখিয়া যায় যে ভুলে
হাজার কষ্টের দুক
একটি দিনের জনত্ প্রিয়া
তোমায় ভুলা যায় না
তুমি ছাড়া প্রিয়া আমার
সুখ কপালে রয় না
প্রিয়া আমার দেখতে কালো
মনটা তাহার অনেক ভালো
আমায় ছাড়া তার জীবনে
অনত্ কাউকে চায় না
নামটা তাহার ( অ )
আমার নামটা (আ)
প্রেম করিয়া আমরা দুজন
লাইলী মজনুকে যাবো ছাড়িয়া
ভালোবেসে আমরা দুজন
ঘড় সাজাবো মনের মতন
সে যদি ভুলে যায় গো মোরে
ভালোবাসবো আমি কারে
সে বিহনে শুনত্ জীবন
থাকবে মাঠিতে পড়িয়া
এবার বলো বন্দু তোমরা
বাচঁবো আমি কি নিয়া