তুমি আমার পূর্নিমার চাঁদ
ভালবাসার ঘড়
তুমি আমার রাতের তারা
আমারী অন্তর
তুমি আমার স্বপ্নের মাঝে
ভালবাসার গিরিখাঁদ
তুমি আমার দিনের আলো
দুঃখের মাঝে সুখের প্রাসাদ
তুমি আমার হ্নদয় মাঝে
আনন্দের উচ্ছাস
তুমি আমার সুরের মাঝে
নীলকন্ঠ বেদনার দীর্ঘঃশ্বাস
তুমি আমার সোনালী দিনে
নতুন সূর্ষদয়
তুমি আমার মনের মানুষ
আনন্দ যে হয়
তুমি আমার হ্নদয় পুরে
স্বপ্ন রানী হও
তুমি আমার হবে প্রিয়া
সতিত্ করে কও
আমি তোমার তুমি আমার
সাড়া জীবন থাকবো প্রিয়া
একটু খানী সও