যা কিছু ঘটেছিল শ্রাবণে-নেই মনে
যা কিছু বর্ষায়-ক্রমান্বেয় দীর্ঘ হয়
শরতের হাওয়ায় কাশফুলের মতো
ওড়ে মসৃণ স্মৃতি আছে যতো।
যা কিছু আছে স্বচ্ছ কাঁচে
প্রতিবিম্ব যা কিছু ছায়ার মতো পিছু
শীতের মতো জমাট-বন্ধ কপাট
এইতো বেঁচে থাকা, ভুলে যাওয়া-মনে রাখা।
জীবন থেমে নেই-আমিও সেই
ট্রেনের জানালায় সময় পিছু যায়
জীবনের গন্তব্য বলে কিছু নেই।