আমি জানি এই দুঃসময় কেটে যাবে
অভিমানের ধূসর রং খয়েরি ডানা মেলে
উড়ে বেড়াবে আবার-ঠিক আগের মতো
দুঃখ বিলাস এটা স্থায়ী শব্দ নয়,
মানুষ কখনো কখনো দুঃখ বিলাসী হয়
কেবল তুমিই তাকে আঁকড়ে বাঁচতে চাও;
দুঃখেরও একঘেয়ামিবোধ আছে-
সেও একই শরীরে-মনে স্থায়ী নয়।
হঠাৎ উড়ে আসা অচেনা পতঙ্গের পালকে চেপে
তুমিও দেবে পাড়ি, আড়মোড়া ভেঙে
তেপান্তরে তাকাবে...
ইচ্ছে করে যেমন সুখি হওয়া যায়না
তেমন দুঃখিও........