সময়ের করিডোরে ঝিমোয় বুনোহাতি
খুঁড়িয়ে চলে সোনার ডিম পারা হাঁস
বাউন্ডুলে বালকের ঘুড়ি
অচেনা আকাশ হাতড়ায়
জানালায় রবি-শিয়রে বিদ্রোহী কবি
তবু কীসের মোহ এক ঝেঁকে বসে আছে
কুন্ডলী পাকিয়ে ফুঁকতে দেখিনি সিগারেট
পাড়ার মোড়ের কুকুর তাড়াতে দেখিনি-
লাল পানির স্বাদে হেলে দুলে,
তবু বজ্রাঘাত প্রাপ্ত মুন্ডহীন নারিকেল গাছ।
দিগন্ত ছোঁয়া মাঠের মতো সমুখে ভবিষ্যৎ
হিতাহিত-হারানোয় সঙ্কিত সব
বুক পকেট তল্লাশি করে পাওয়া গেল
একটি মেয়ের ছেঁড়া ছবি.....