ডেকেছিলাম...
অতঃপর কিছু শুদ্ধতা
ক্রমান্বয়ে এগুতে থাকে জীবনের স্বরলিপি
তারপর অলিগলি মাড়িয়ে হুড়মুড় করে
ঢুকে পড়ে জীবনের নোংরা জল-কাদা-মাটি

বিষ্ময়ে চোখ ওঠে কপালে
হাঙরের মতো হা করে বমি করে-
অতীতের সব সাধারণ বিজ্ঞান

জীবন আসলে এমনই!
যতটা বাইরে, ভেতরে নয় ততটা মসৃণ।