টুকরো-১
এতো কোলাহল সবি বিফল
টুটি চেপে ধরতে
কর্তামশাই সফল
চলরে মন চল
আপনা ঢোলে বাজাই বোল
সবই কর্মফল।

টুকরো-২
একজন:
বৃষ্টি নামলো
স্বস্তি এলো

অন্যজন:
বৃষ্টি এলো
সব ডুবালো

বৃষ্টি :
হায়রে আদম!

টুকরো-৩
বাতায়ন রেখেছি খুলে
বাতাস পথ গেছে ভুলে
আঙুল ছেড়েছে আঙুল
হয়তো আমাদেরই ভুল

টুকরো-৪
শুধু পানাহার থেকে সংযম নয়
সংযমী হই কথায়, কাজে, আচরণে
যা কিছু ভালো তার সাথে রই

একটি মাসের অনুশীলন
দীর্ঘতর চেতনায় উজ্জীবিত হই

টুকরো-৫
বাবা তোমার আঙুল ছুঁয়ে
এক পা, দু'পা হাঁটতে শিখি,
তোমার কাঁধে চড়েই প্রথম
মস্ত এক আকাশ দেখি।

টুকরো-৬
হয়তো থেমে যেতে পারে আলাপন
তোমার সাময়ীক রূঢ়তায়
কিন্তু যে মানুষটি তোমার আদ্যোপান্ত জানে
সে কী করে মুখ ফেরায়?
যারা ভেতর পড়তে জানে
ভেতরে করে বাস
কী করে নির্বাসন দিবে
কী করে দেবে ফাঁস?

টুকরো-৭
মানুষেরা অদ্ভুত
ভূতেরাও এতটা হয়না
তবু কেন যে ধরি বারে বার
মানুষ চেনার বায়না!

টুকরো-৮
উঁইপোকা উঁইপোকা
কাটছিস? না দিচ্ছিস ধোঁকা?

টুকরো-৯
আমি তোর ঠোঁটে বাঁশি
তোর মনের সুরে ভাসতে আসি

টুকরো-১০
ইচ্ছে হয় ছুঁই তোমার কাজল
চোখের সামনে তুলে ধরলে আঁচল