মরা নদী জলে ভরে বালিকার পায়
বালক নায়ে বসে বৈঠা হাকায়
সাদা বক গলা তুলে ভীষণ চমকায়
মাছরাঙা ডানা দুলে রং ছড়ায়
ডাহুকের ডাকে জলের বুকে জাগে ঢেউ
বালিহাঁসের ডুব সাঁতারে তাল মেলায় কেউ
শঙ্খচিলের ডানায় দোলে আকাশের নীল
শকুনের তীক্ষ্ণ দৃষ্টির মতো বালিকার তিল
বালিকা পা তোলে নদী শুকায়
বালক নীড়ে ফেরে জলহীন বৈঠায়।