(১)
শীতল হাওয়া বয়,
কফি হাতে তুমি
সুখে নিশ্চয়।
(২)
আকাশ ছোঁয়া বাড়ি,
শীত রুখতে আয়োজন
ভীষণ বাড়াবাড়ি।
(৩)
একবার এসো মাটিতে,
রাস্তা জুড়ে শুয়ে থাকা
পথশিশুর ঘাঁটিতে।
(৪)
ছেঁড়া কাঁথাই সম্বল,
তোমার মত নেইকো
লেপ আর কম্বল।
(৫)
ওদের জন্য কিছু করো,
কপি ছোঁয়া উষ্ণ হাতে
ওদের হাতটি ধরো।
১৭.১২.২০১৪