কার্ত্তিক শেষে অগ্রহায়ণের ভোরের হাওয়ার মতো
তুমি এলে নীলিমা
উষ্ণ কাঁথা মুড়ে ইচ্ছে হয় আরো কিছুক্ষণ শুয়ে থাকি
তারপর আঙুলগুলো তোমার আঙুলে গুজে
শীতের নামতা পড়ি।
জানালার কাচে ভোরের সূর্য যখন হামাগুড়ি খায়
তুমি তখন নিজেকে গোছাও
তড়িঘড়ি আমি জীবিকার জোগানে বাহির মুখি
শহুরে মানুষগুলোর অনুভব এমনই।
রোজকার রুটিনে আটকে আছি তুমি-আমি
প্রকৃতির রুটিনগুলো চলছে যে যার মতো।
কেবল তুমি ক্ষণে ক্ষণে এই অনুভব গুলো বোঝাও
কিন্তু শহুরে জীবন জীবকার দিকে টানে....