একদিন কথারা আমাদের টেনেছিলো কাছে
ভালোলাগা- মন্দলাগা, পছন্দ- অপছন্দ
কোন বিষয়টা দারুণ, কোনটা চোখে নিদারুণ?
আরো কতো ভুলে যাওয়া বিষয়ের আলাপন!
আমরা পরস্পর যেন কথার জাদুকর
বুকের ভেতর ফুঁসে ওঠা অজস্র কথামালা
তারপর কথাগুলো কখন যেন গাঁথতে শুরু করে মনে
মনের ভেতর স্বর্গ বানাতে থাকে
তারও পর কথাগুলো লিপিবদ্ধ হয় সাদা কাগজে
একদিন তারা চিঠি হয়ে ওড়ে আমাদের স্বপ্নের আকাশে
এভাবেই চলতে থাকে কথার চালাচালি
কথারাই একদিন এক করে আমাদের কফি হাউজে
তারপর রিক্সা, ঘোরাঘুরি, চা খাওয়া
আমাদের চিঠিগুলো আমরা হারিয়ে ফেলেছি
কিন্তু সেই অনুভব আজো কথা কয় কানের কাছে
আমি যেন কফি হাউজে কফি হাতে
তোমার চোখের নামতা পড়ছি