যে লোকটা রাশেভারী লিখতে পড়তে জানে তবু
সবই অর্থ দিয়ে মাপতে চাহে,সে লোকটা বোকা।

যে লোকটা চালচুলোহীন
ছোট-বড়ো বাচবিচারহীন,কেবল
যথা-তথা জ্ঞান বিলায়,সেই লোকটাই পাগল।

যে লোকটা স্বল্পভাষী,ঠোঁটের কোণেয় মৃদুহাসি
চোখ রাখে চারিপাশে,ভিতরে সে কত কি যে পুষে!

যে লোকটা বেশি বেশি কথা বলে,কথার পিঠেই
কথা চেলে নিজে নিজে কেমন বোকার মতো হাসে,
না বুঝেও অনেক কথায় অকারণে ফাঁসে তাই
পড়শিরা সব ভরে পরিহাসে,সে লোকটা ভালো।

০১.১৭.২০২২