প্রিয়তমা,সুখ আর এলোনা বুঝি এই জীবনে
সুখের সন্ধানে আমি যা কিছু খুঁজি যা
কিছু ধরি তাই,
মুষ্টি খুলে দেখি চেয়ে আমার নষ্ট জীবন কষ্টে
আছে,ধরেছি কেবল ছাই।