ঐ কে যেন পায়ে পায়ে
সমস্ত দিন ধরে হেঁটে চলে,আহা
আবার সে কী সুখের
ফাঁদ পেতে,লোভাতুর দৃষ্টিতে মনে
অনুকূল ক্ষণ গুনে,
বারেবারে আমাকেই শুধু পেতে চায়।
27.08.2022