হয়তো বা খন্ডখন্ড দুঃস্বপ্নের এ আরেকটি রাত
হয়তো বা শুকিয়ে যাওয়া রজনীগন্ধার শেষ পাপড়িটি
হয়তো বা কোন চৈত্র ধূলিঝড়!

পড়ন্ত বৈকালে
এখনো যে সেই ছায়া কূলে
স্বচ্ছ নদী জল।
02.09.2022
খুলনা