খুব বেশিদিন হলে কত আর,তিন
সাড়ে তিন বছর হবে হয়তো,আর
এই সাড়ে তিন বছরে কতটা পাল্টে গেছে জীবন,নিজেকে
নিজেই বিশ্বাস করতে কষ্ট হয়, একদিন যে
তোমার জন্য অস্থির ছিলো আমার পুরোটা সময়,কখন
তোমাকে এক পলক দেখতে পাবো,চোখের ইশারায় বলতে পারবো-
তোমার জন্য আমার এ হৃদয় অসীম আকাশ
মুক্ত বিহঙ্গের মত ডানা মেলে চাইলে উড়তে
পারো এ প্রান্ত হতে ও প্রান্ত
দিশাহীন শান্ত সাগর হয়ে বুক চিতিয়ে থাকি
নির্ভীকে তোমার স্বপ্নবহর আমার বুকে পাড়ি
দিতে পারে যেন
কোন কিছু বলার বাহানায় তোমার হাতটা ছুঁতে পারি কী
সেই লাজুক চোখে স্পষ্টতই তোমাকে পাবার তীব্র বাসনা
কখন জানি ফিঁকে হতে বসেছে,দুজনার দুটি
পথ ভিন্ন হতে হতে যেন দুটি স্বতন্ত্র পৃথিবী
আজ আর আমরা কেউ কারোর নয়
কেবল স্মৃতিতে কিছুটা মলিন রশ্মি
কখনো সখনো ভুল বসতই উঁকি দিতে চায়
সেদিনের সেই দিনগুজরান এখন শুধুই ইতিহাস
বইয়ের পাতার মতন মলাট চেপে রয়ে গেছে ভিতরে
বাইরে রৌদ্রখচিত সুন্দর সকাল
ভুলিয়ে রেখেছে অজানে ঝরঝর বৃষ্টিঝরা সে কালো রাত
প্রিয়,তোমার কখনো তা মনে পড়ে কী?
11.08.2022