এখন অস্তিত্ব রক্ষার সময় এসেছে,চলো লড়াই করি
কোন কথাই বলছো না যে,
কী?ভয়?কিসের!
রক্ত,জীবনের?
তাইলে শোন,লেজ গুটিয়ে লেড়িকুত্তার মতন
ঘরের ভিতরে বসে থাক,
টিভি দ্যাখো,ফূর্তি করো,ঘুম দাও ব্যস
বাইরে বের হবার দরকার নেই।
ও হ্যাঁ পানীয় জল কয়েক সপ্তাহের খাবারও সঙ্গে নিও
নইলে কয়েকদিন পর তোমারও
রক্তের প্রয়োজন পড়বে।