ছেড়োনা আমাকে
প্রিয়তম,তুমি ধরো আরো শক্ত করে ধরো হাতটা আমার
বড় ভয় হয়
না জানি কখন কী যে হয়!
না জানি কীভাবে
কখন বদলে যায় আকাশের রঙ
এই মিথ্যে শ্বাস,
বুঝিবে কেমনে হায়!তাই থেকো পাশ,
দ্যাখো,এই পৃথিবীর রূপ-রস-গন্ধ
আর এই পৃথিবীর মায়া ছিন্ন করে,
হঠাৎ-ই যদি আসে ডাক!
কী হবে তখন?
বরং তোমার হাতে এ হাতটা থাক!