এখনো দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়
তুমি আসবে বলে; তুমি আর কতোদূর?
তোমার জন্য অপেক্ষারত খোকা আজ বড় ব্যাকুল।
এই আসমান জমিনে হিম শীতল বাতাসের বেগ-
কিছুই তার মনে নেই! তুমি আসবে বলে।
তোমার এই পথের দূরত্ব কি আমার মতোই?
যে পথ বিলাসের কোন তৃপ্তি আসে না।
যদি নাই আসে; কেনই বা সেই পথের পথিক-
জানা অজানা সকল মননতর ? যদি তাই হয়-
আমি বলবো এই অপেক্ষা শুধু আমার নই,
চারপাশে ছড়িয়ে থাকা সকল মিতালীর।
----
_________\
-খোকন সরদার
®_০৪১১২০২৪