সূর্য তুমি এমন কেন?
সূর্য তুমি আমার ছায়াকে আমার পায়ের নীচে রেখে দিও,
সূর্য আমার লম্বা ছায়ার কোন প্রয়োজন নেই।
সূর্য তুমি এমন কেন?
ফুটপাতের পাগল, অট্টালিকার মন্ত্রী, সুদর্শন স্মার্ট-
সকলেই কি তোমার কাছে এক?
সূর্য তুমি আমার ছায়া কে লম্বা করিও না,
আমার ছায়া আমার পায়ের নীচে রেখে দিও,
আমি মধ্যে গগনে থাকতে চাই সূর্য,
আমি এক ছন্নছাড়া মায়াবী জীবীকার
তুমি আমার ছায়া কে লম্বা করিও না।

__________
®_ডিসেম্বর ২০২২