তলে তলে দরবেশ তুমি-
ওকালতি করো,
ভাবের তালা বন্ধ করে-
সেই ঘরে বাস করো।
কানা চোরে চুরি করে-
ঘর থুইয়া সিঁদ পাগাড়ে,
মিছে কানা হাঁতড়ে মরে
তাই ধন মিলে না।

চৈতন্য আজ আজব সুরে
থেকে নিকটে বহুদূরে,
গুরু রূপের আশ্রয় করে
কর রূপের ঠিকানা।

তুমিতো সাঁই গুরু নও-
পাপাত্মা এক সেয়ানা।

খোকন_সরদার
---------------
১৯ জুন ২০২৩ ইং