কান্না আমার-
জন্মগত অধিকার!
আমি শুরুতে কাঁদি-
শেষ মুহূর্ত কাঁদি
কাঁদি আমি সারাক্ষণ-
যে কাঁদাতে শানিত হয়
সাক্ষী থাকার সময়ক্ষণ।
----------------
১১২২০২৪