ইচ্ছে হয় আবার আমি ফিরবো
মায়ের কোল,
আদর করে ঘুমিয়ে দিবে শুনিয়ে নানান বোল।
আদর সোহাগ করতো ছলে
দিতো মনে ভয়,
সেই সোহাগ ভয় মনটা আমার ছিল সুখময়।
শিশু থেকে কিশোর হলেম, কিশোর
থেকে যুবক,
আর পারিনা সইতে আমি যৌবনের এই সবক।
আদর সোহাগ ছিনিয়ে নিচ্ছে
তিক্ত যৌবন জাল,
ইচ্ছে হয় বিদায় দিয়ে ভিড়বো মায়ের কোল।
_______________________
√_২৭ অক্টোবর ২০২৩ ইং
@ ৩৫৬, নয়ানগর, গুলশান, ভাটারা, ঢাকা-১২১২