ঈশান কোণের মেঘ-
করছে আমায় তাড়া,
আল্লাহই একমাত্র তার
দিতে পারে ছাড়া।
জীবনতো নয় যেন এক-
স্বচ্ছ কালো ধাতু,
ব্যক্তির চেয়ে বড় এখন
জাত সমাজের ছাতু।
বিষাদ প্রণয় আগলে দিলো-
নিদারূণ মত দিয়ে,
অপর মন আজ ছিন্ন হলো
স্বচ্ছ সংসারে গিয়ে।
মন্ত্র দেওয়ার দফতর নিয়ে-
দেখাইলো তার চালাকি,
আজ বুঝবে না মরবে যেদিন
তার দুষ্ট ভাবের জ্বালাকি।
--
খোকন সরদার ।
----------------/
_২১১০২০২৪