এক কন্ঠে নানান রূপ
একই সুরের বাক্য,
যে বাক্যের রহস্য হয়-
নানান রঙের সাক্ষ্য।
যে সাক্ষ্যের নির্দিষ্ট ক্ষণ
পথের সংখ্যা বহুদিক,
যে দেখাতে তোমার আমার-
জীবন চলে সার্বিক।
এক কন্ঠে জীবন পাড়-
এক দেহতে মরণ,
এক ভূমিতে রঙের বিলাস
এক বাণীতে বিচরণ।
----
√_১০১২২০২৪