অবুঝ খোকা-
-- খোকন সরদার।
--------------------
আমি খোকা সত্যি আমি বোকা
তুমি বুঝিয়েছো আখিরাতের কথা,
আমি ধরে নিয়েছি জমিনের ব্যথা।
তুমি বলেছো শোধরানের কথা,
আমি বুঝেছি দুঃখ কষ্টের কথা।
তুমি জানান দিয়েছো মরিবো একদিন,
আমি বুঝে নিয়েছি অপমৃত্যুর ব্যাথা।
তুমি চেয়েছো মোনাজাতের অংশখানি
আমি ভেবেছি করছো তুমি শেষ বিদায়ের আরজি।
ভাবতেই পারি,,,আর বলতেই পারো!
কতোটা তোমাকে ভালোবাসি।
যদি জানতে..যদি খোকার ভাব বুঝতে,
তোমার স্থান থেকে তুমিও তাই ভাবতে।
আমার সময় ডালে,ফুরিয়ে এসেছে পাতা,
এতো প্রেম কাছে এসেও এলোনা ।
অবুঝ খোকা এখনো কবিত্ব বুঝলোনা।
-------------/
22032025