এই যে আমি রাত-দুপুর দেখি চাঁদের হাসি
হৃদয় জুড়ে অদৃশ্য এক অনুভূতি মাখি
রজনীদেবীর মায়ায় পড়ে
চোখের কাজল লেপ্টে করে
আমি যে এক সর্গ প্রাণে যায় হারিয়ে কেনো
তোমার মুখের হাসি  সেই চাঁদের হাসি যেন।

নিশি রাতে প্রণয় মায়া চোখে যখন মাখি
অচিন পুরে যায় হারিয়ে দেখে মায়া আঁখি
চোখের কোণে মায়া দিয়ে
হৃদয় কাড়া ছায়া দিয়ে
হরণ করো এক নিমিষে মায়া বিষ যে মনে
ভালোবাসায় ভালোবাসি বলি সর্বক্ষণে।