কে শুনবে ফিলিস্তিনের কান্না?
কে মুছাবে শিশুর মুখ?
বোমার নিচে স্বপ্ন মরে,
জীবন পড়ে রক্তশুখ।

আকাশ জুড়ে আগুন ছড়িয়ে,
চুপ কেনো বিশ্ব আজ?
মায়ের কোল শূন্য হলে,
কে দেবে ওদের সাজ?

মুসলিম উম্মাহ, কবে জাগবে?
কবে হবে প্রতিবাদ?
এই জুলুমের শেষ কবে?
কবে আসবে অবসাদ?

গাজার পথে লাশের সারি,
কোথায় তুমি, ওহে ভাই?
শিশুর কবর, মায়ের চিৎকার,
বুকের আগুন নিভে নাই।

তলোয়ার ছিল, ঈমান ছিল,
শক্তি ছিল মহৎ দাগ,
আজ কেনো তুমি নীরব বলো?
কেনো ভয়েই থাকো বাঁধ?এই

হে মুসলিম, দাঁড়াও এবার,
ভেঙে দাও ঐ শৃঙ্খল,
মজলুমদের পাশে দাঁড়াও,
দাও না শক্তি, দাও না বল!

রাতের আঁধার, গাজার রক্ত,
চাঁদও যেন লজ্জিত,
মায়ের চোখে খুঁজে দেখি
সন্তান আজও সজ্জিত।

বোমার শব্দ, শিশুর কান্না,
জাগিয়ে দেয় বিবেক,মুক্তি
তুমি কেন চুপটি বসে?
কেনো এই নীরব আবেগ?

আল্লাহর পথে দাঁড়াও আজি,
জুলুম থেকে দাও মুক্তি,
ফিলিস্তিনের রক্তস্রোতে
লুকিয়ে রেখো না শক্তি!
______________________________
Who will hear Palestine’s cries?
Who will wipe the child’s tears dry?
Dreams are buried beneath the bombs,
Life dissolves in blood’s dark sigh.

Fire spreads across the sky,
Yet the world stands still in shame.
When a mother’s arms turn empty,
Who will bear her sorrow’s flame?

O Muslim Ummah, when will you rise?
When will justice take its stand?
How long will this oppression last?
When will peace embrace this land?

Rows of corpses line Gaza’s streets,
Where are you, O my brother?
Children’s graves and mothers’ screams,
Their agony burns like no other.

Once you held the sword so high,
Faith and strength shone in your mark.
Why now silence, why this fear?
Why let justice fade to dark?

O Muslims, rise and break the chains,
Stand beside the weak and worn.
Give them strength, give them hope,
Let their courage be reborn.

Night is dark, Gaza bleeds,
Even the moon hides in disgrace.
A mother’s eyes still search in vain,
For the child who left no trace.

Bombs still roar, children weep,
Conscience stirs but voices sleep.
Why sit idle, why stay mute?
Why let pain in silence creep?

Stand today for Allah’s cause,
Free the land from tyranny.
Let not Palestine’s rivers of blood
Be lost in history’s memory!