টাকার জন্য মানুষের নেই
জীবনের অবসর,
বিশ শতকে জেনেছি আজ
টাকাই দ্বিতীয় ইশ্বর।
ক্লান্ত শরীর নুয়ে পড়ছে
চমড়া পড়ে ভাজ,
টাকা হলেই আমলা কামলা
সাজে নতুন সাজ।
মুখোশ পরে কত টাকা
হাতড়ে নিচ্ছে রোজ,
টাকাই জীবন টাকাই মরন
টাকাই হচ্ছে ভোজ।
টাকার কাছে সবাই নত
টাকাই পাপের ঝুড়ি,
টাকার জন্য কত মানুষ
করছে বাহাদুরি।