স্বপ্নেরা ভাসে চোখের জলে,
কে জানে, কোন কালের ইশারায়।
ছায়া পড়ে নীরব রাতে,
জোৎস্নায় ঢেকে যায় সব ক্লান্তি।

কে ডাকে, কে করে স্বাগত?
অচেনা মুখ, অজানা পথ।
তবু পা চলে, থামে না কেউ,
মনের গভীরে জন্ম নেয় নতুন আলো।

স্বপ্ন তো থামে না,
ভাঙা হলেও বাঁচে অন্য রূপে।
সেখানে গল্পেরা জাগে,
যেখানে জীবন থেমে থাকে না।