শিক্ষা মানে শুধু বই নয়
জানা-বোঝার জিনিস,
যে শিখেছে, সে-ই গড়েছে
নতুন দিনের বীজ।

অ-অক্ষর চিনতে গিয়ে
হোঁচট খেতে হয়,
তবু শেখার মজাটা যে
বোঝে, সে-ই জয়!

স্বপ্ন যদি থাকে চোখে,
দেখতে হবে পথ,
শিক্ষাই যে দেখায় সেটা,
জ্বালায় জ্ঞানের রথ।

তাই তো বলি, শেখো, জানো,
পড়ায় দাও মন,
যার আছে জ্ঞান-আলো,
সে-ই সেরা জন!