হঠাৎ যেদিন হারিয়ে যাবো সেদিন সবাই খুঁজবে
নিধন কালের সময় এলে সবাই আমায় বুঝবে।
মনের মাঝে ছিলাম
তাই তো স্বপ্নে এলাম
ছুঁতে গিয়ে দেখবে যখন
শূণ্য শয্যা! মিথ্যা স্বপ্ন
তখন বিষাদ মনে আসবে
স্বপ্ন থেকে হঠাৎ জেগে চমকে যেদিন উঠবে,
তখন আমায় খুঁজবে।
কালের যাত্রী হওয়ার পরে সবাই আমায় বুঝবে।
নিপুণ হাতে লিখেছি মন
ছন্দ তালে পড়বি যখন
মনের মাঝে জ্বলবে দহন
সেই দহনে পুড়বে তনুর
জলে শেওলায় ভাসবে,
হারিয়ে যাওয়া শোকে সবে, মায়াকান্না কাঁদবে।
কালনিন্দ্রা হওয়ার পরে, সবাই আমায় খুঁজবে।
বকুল তলায় বসে যখন আমায় মনে পড়বে
কাব্য খানি পড়ো তখন বেদনাগুলো ঝরবে।
বকুল মালা গেঁথে দিয়ো
মুখের হাসি ঘুচবে,
হারিয়ে যাওয়া বকুল তলায়
আমায় সেদিন খুঁজবে।
হারিয়ে যাওয়ার পরে, সবাই আমায় বুঝবে।
সে দিন ছিলো বসন্তকাল,
ছন্দ তালে হইবে মাতাল,
শূন্য পথ চেয়ে থেকে, চোখ ভিজিয়ে রাখবে
হারিয়ে যাওয়া পরে সবাই আমায় খুঁজবে।