ছোটকালে সেহরির শেষ সময়ে
মা ঘুম থেকে ডেকে দিতেন।
বেশ কয়েকবার ডেকে ডেকে ঘুম ভাঙাতেন,
শেষ সময়ে উঠে সেহরি খেতাম।
এখন নিজেই উঠতে হয়,
বয়স হওয়ার সাথে দায়িত্বটা বুঝিয়ে দিয়েছে,
শিখিয়েছে দায়িত্বের কদর।
এখন আমি দূর প্রবাসে,
ঘুমের ঘরে 'মা' বলে কেঁদে উঠি,
চোখ খোলে মাকে দেখি না,
মোবাইল ফোনে মায়ের ছবি দেখি।
মা, কেমন আছো? তোমার ছেলে
তোমাকে খুব মনে করে,
ঘুম ভাঙা সেই সকালের মতো।"