রমজানে রাখি রোজা,
মনটা থাকে ধোয়া,
সবর শেখায় এই মাস,
গুনাহ হবে খোয়া।

দিনের বেলা ক্ষুধা-তৃষ্ণা,
তবু নেইকো ক্লান্তি,
ইফতারের ঐ প্রথম কণা—
আনবে সুখের শান্তি।

সেহেরিতে দোয়ার মেলায়,
মিলবে রহমত চির,
রমজানের এই নূরানী পথ,
জান্নাতের পথের নীড়!