এই যে হৃদয় স্বপ্নে বিভোর থাকে
এই যে মন তোমায় শুধু ডাকে
হৃদয়ের বিস্তৃর্ন প্রান্তরে
কুয়াশার মতো থাকো তুমি ঘিরে।
এই যে তোমার খোলা চুলের মতো
আবছা মুখ হৃদয়ে বাড়ায় ক্ষত
বিরক্তিকর চুলের মতো আমায়
কানের পাশে গোজে তুমি রাখো।
তোমার হয়ে থাকতে চাই যে আমি
উপন্যাসের উপস্থাপনের মতো
উপসংহার যেমনই হোক বিষাদ
রাখবো মুঠোয় যত্ন রাখার মতো।